শহর থেকে একটু দূরে।
নিজের জন্মস্থান কেউই কখনো ছাড়তে চায় না! জন্ম থেকে বড় হয়ে উঠা. অনেক অতীত মায়া আবেগ জড়িয়ে আছে এখানে!
একই শহরে আর কতো? জন্ম থেকে আজ ২২ বছর এককথায় ২ প্রজন্ম পার হয়া।

এ শহরের কিছু মানুষ
কে কি করছে I don’t care কারা কিভাবে সিলেট শহরকে misuse করছে আমি সেটা বলছি এখন যদি solution এর উপর আপনার question থাকে সেটা আপনার problem আমার না

ধরেন আমার বাপের গাড়ি আমি showoff করছি এখন আপনার জলার ছাড়া আর কিছু বলার নাই কিন্তু এই গাড়ি নিয়ে যদি আমি রাস্তার তাফালিং করি তাহলে anyone can judge এবার হোক সেটা ড্রাইভিং কিংবা মডেলিং সবকিছুর একটা (লো) আছে (লো) থেকে মনে পড়ছে যেখানে রিক্স বেশি সেখানে লাভ বেশি but in this Sylhet City যেখানে চামড়া বেশি সেখানে রেইট বেশি!”
