সিলেট মহানগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আম্বরখানার কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে এখনও আটক নেতাকর্মীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মহানগরীতে বাসদ ঘোষিত ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জমায়েত করায় তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে বাসদ জানায়, পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। কার্যালয়ে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। একটি রাজনৈতিক দলের অফিস থেকে এভাবে গ্রেফতারের নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন