
শনিবার বিকেল’ ছবিটি প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। এ নিয়ে বহুবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ঝরেছে দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কথায়। এমনকি সিনেমাটি মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তাতেও সেন্সর বোর্ডের বরফ গলেনি।
গত দু’-তিনদিন ধরে সিনেমাটির মুক্তি নিয়ে আবারও সরব হয়েছেন ফারুকী। সামাজিক মাধ্যমে এরই মধ্যে এ নিয়ে একাধিক স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
এ নিয়ে যাবেদ আহমেদ সাকিব বলেন ” একই বিষয় নিয়ে দু’টো ছবি নির্মিত হয়েছে। প্রথমটি বাংলাদেশের, দ্বিতীয়টি ভারতের। দ্বিতীয়টি মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। প্রথমটি নিষিদ্ধ আছে চার বছর, প্রযোজক-পরিচালক বহু দেন-দরবার করেছেন ও শিল্পীর অধিকারের আলাপ তুলেছেন। পাশাপাশি সেন্সর প্রক্রিয়ার সব স্তরে নিয়মমতো আবেদন করেছেন।

কিন্তু ‘ভাবমূর্তি’র দোহাই দিয়ে ছবিটিকে সার্টিফিকেট দেয়া হচ্ছে না। এই ঘটনা নিয়ে নিউ ইয়র্ক টাইমসেও বড় প্রতিবেদন ছাপা হয়েছে, দেশে তো বহু সংবাদ ছাপা হয়েছেই। এভাবে ভাবের মূর্তি ধুলিসাৎ হয়ে চলেছে। বহু মানুষ দাবি করেছে ভাবের মূর্তি কতটুকু ক্ষুণ্ন হয়েছে আমরা ছবিটি দেখে বিচার করতে চাই। এখন দ্বিতীয় ছবিটি মুক্তি পেলে তো ভাবের ধসে যাওয়া মূর্তি ধুলায় পরিণত হবে।
পরিচালকের দাবি ঠিকই আছে। ২ ফেব্রুয়ারির মধ্যেই দেশের ছবিটিকে মুক্তি দিতে হবে।
পূর্ণ সমর্থন জানাচ্ছি।


এখানে আপনার মন্তব্য রেখে যান